• Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
  • Govt. Shamsur Rahman College - Slide
মেনু নির্বাচন করুন
মোঃ ফজলুল হক, Principal (Acting)

মোঃ ফজলুল হক

অধ্যক্ষ, সরকারি শামসুর রহমান কলেজ

মোঃ ফজলুল হক। জন্ম ১৯৬৯ সালের ১৫ জুলাই শরীয়তপুর জেলার সদর উপজেলার প্রসিদ্ধ কাশীপুর গ্রামে। প্রাথমিক পড়াশোনা এই গ্রামেরই কাশীপুর মুসলিমপাড়া সরকারি প্রাইমারী স্কুলে। ঐতিহ্যবাহী আংগারিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি এবং শরীয়তপুর সরকারি কলেজ থেকে ১৯৮৬ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ১৯৮৯ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বি.এস.এস (অর্নাস), ১৯৯০ সালে এম.এস.এস এবং ২০০০ সালে এম.ফিল ডিগ্রি অর্জন করেন।

১৯৯৬ সালে ১৬ তম বিসিএস পরীক্ষার মাধ্যেমে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রবেশ এবং বরিশাল সরকারি বি.এম কলেজে প্রভাষক হিসেবে পেশাগত জীবনের শুরু। শরীয়তপুর সরকারি কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন দুই বছর , স্বল্প সময়ের জন্য তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন  এবং একই কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, সরকারি নাজিম উদ্দিন কলেজ, মাদারীপুর ও সরকারি বরহামগঞ্জ কলেজ, শিবচর, মাদারীপুরে সহযোগী অধ্যাপক পদে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ^বিদ্যালয় ও বিশ^ব্যাংকের অর্থায়নে নানাবিধ প্রশিক্ষণে তিনি সমৃদ্ধ। ঋদ্ধ হয়েছেন মালেয়শিয়ার নটিংহ্যাম বিশ^বিদ্যালয়ে এম.এ ইন এডুকেশন কোর্স করে।

২০১৯ সালের ২২ অক্টোবর জনাব মোঃ ফজলুল হক, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন এবং অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে এই পদে কর্মরত আছেন।

জনাব মোঃ ফজলুল হক একজন গবেষক, প্রাবন্ধিক। রাষ্ট্রবিজ্ঞান, পৌরনীতি, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে তাঁর রচিত বই পাঠক সমাজে সমাদৃত।

এছাড়া সমসাময়িক বিষয়ের উপর রচিত তাঁর সমকালিন প্রবন্ধ সমূহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।

তিনি মূলত: একজন কবি, তার “জাগরণ ও একটি কবিতার জন্য” কাব্যগ্রন্থ দুটি পাঠক মহলে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তান রেশাদ মোহাম্মদ মুহিবুল্লাহ (রাফসান), আবরার সাবিদ আহমদ (রাফিন) এবং এক কন্যা সন্তান ফাইজা রাইভিন-এর জনক।